Sunday, June 5, 2011

What makes Ramdev so important?

গান্ধি থেকে নেতাজি, নকশাল নেতা থেকে মমতা ব্যানার্জি সকলেই নিজেদের প্রতিবাদের অহিংস হাতিয়ার রূপে অনশন কে বিভিন্ন সময়ে বেছে নিয়েছিলেন। তারা তাদের অনশনে বিপুল জনগনের সাড়া পেয়েছিলেন। কিন্তু রামদেবের বেলায় তিনি যা ভেবে ছিলেন তার খুব কম অংশই সাড়া দিয়েছেন। উলটে তিনি সরকারের সাথে গোপন গড়াপেটায় গিয়ে তার অগনিত ভক্তকুলকেও প্রতারিত করলেন। দুর্নীতি বিরোধী সভা করতে সরকারের কাছে যোগ সভা করার মিথ্যে অনুমতি চেয়ে ফাঁসলেন। ফাঁসালেন নিরপরাধ ভক্তদের। শেষমেশ ল্যাজেগোবরে হয়ে সালোয়ার কামিজ পরে মেয়ে সেজে পলায়নের ব্যর্থ চেষ্টা করলেন। কেন? কেন? কেন এত মিথ্যাচারিতা?







What makes Ramdev so important?

No comments: