মাননীয় রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবাস
নয়াদিল্লি- ১১০০২১ তারিখঃ ২২/০৪/২০১৩
বিষয়ঃ- আটক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি
মহাশয়,
বাংলাদেশ ছিল একটি
ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু বিগত দিনগুলিতে বাংলাদেশ তার সেই গরিমা হারিয়ে
সংবিধানগতভাবেই একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ফলতঃ বেড়েছে
অন্ধ-বিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, যা দেশের মানবসম্পদের সুস্থ
বিকাশের পরিপন্থী।
সাম্প্রতিক কালে বাংলাদেশে
ধর্মনিরপেক্ষ দেশ গড়ার দাবিতে আন্দোলনরত ব্লগারদের বাংলাদেশ সরকার যেভাবে
গ্রেপ্তার করেছে, আমরা ‘হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন’ এবং ‘ভারতীয় বিজ্ঞান ও
যুক্তিবাদী সমিতি’ এর পক্ষ থেকে তা চুড়ান্ত অমানবিক, অগণতান্ত্রিক বলে
মনে করি। আমরা চাই যে, বাংলাদেশ সরকার ওই ব্লগারদের নিঃশর্ত মুক্তি দিক
এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার জন্য রাষ্ট্রশক্তি নিয়োজিত হোক।
ধন্যবাদ সহ –
১) সুমিত্রা পদ্মনাভন
সাধারন সম্পাদক
হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশন
পি -২ , ব্লক বি, কলকাতা-৭০০০৮৯
ওয়েব সাইটঃ www.humanistassociation.org
২) বিপ্লব দাস
সাধারন সম্পাদক
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
৭২/৮ দেবীনিবাস রোড , কলকাতা-৭০০০৭৪
ওয়েব সাইটঃ www.srai.org
1 comment:
বাংলাদেশের কিছু ব্লগাররা বাংলাদেশের বিজ্ঞান ও যুক্তিবাদ চর্চার ভীষণ ক্ষতি করেছে।কিছু ব্লগ কেবল রাজনৈতিক উদ্দেশ্যে রচিত, যুক্তি-প্রমান, রেফারেন্স-বিহীন, পর্নো-চটি ব্লগ।এসব ব্লগ এবং শাহবাগ আন্দোলনের সাথে বিজ্ঞান ও যুক্তিবাদের কোনো সম্পর্ক নেই, এসবের পুরোটাই রাজনৈতিক।সর্বস্তরের মানুষের কাছে বিজ্ঞান ও যুক্তিবাদ পৌঁছূক এটাই আমরা চাই।
Post a Comment