Wednesday, September 4, 2019

স্কুলে বৃক্ষরোপণ।

স্কুলে বৃক্ষরোপণ।
অসহ্য গরম। মেঘলা আকাশ। জনা কুড়ি বাচ্চা। এক শিক্ষক। হইচই, খুনসুটি, ঠেলাঠেলি- তারই মাঝে কাজ।
একটা পাকুড় আর একটা শিরিষ পোঁতার পর দেবদারুটি পোঁতার তোড়জোড় চলছে।
টিপটিপ কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে কয়েকজন ছাত্র চোখ কুঁচকে আকাশের দিকে তাকায়।
এক ছাত্র: সার, জল পড়ছে। 
শিক্ষক: হুম। তোদের বলেছিলাম না, গাছের জন্যি বৃষ্টি হয়। দ্যাখ, গাছ লাগালি, আর অমনি বৃষ্টি শুরু হল। যখন যখন দেখবি বৃষ্টি পড়ছে, আসলে তখন তখন কেউ না কেউ কোথাও না কোথাও গাছ লাগাচ্ছে। বুঝলি ?
ছাত্ররা দু হাত দিয়ে মুখে বৃষ্টির ফোঁটা মাখছে।
ঠিক তখনই কেউ স্কুলের ছাদে উঠলে দেখতে পেত শুকনো দীঘির পিছনের মাঠ দিয়ে ধোঁয়া উঠিয়ে ধেয়ে আসছে বর্ষা ঋতু।

No comments: